চেংদুয়ার চা-বাগান এলাকায় আরসি উদ্বোধন রোটারি ক্লাবের
বরাক তরঙ্গ,২২ এপ্রিল : চেংদুয়ার গার্ডেন, নালারপাড় গ্রামের চেংদুয়ার চা-বাগান এলাকায় আরসি গার্ডেন গ্রিনল্যান্ড দ্বারা নির্মিত দু’টি সেতুর উদ্বোধন হল। মঙ্গলবার উদ্বোধন চেংদুয়ার গার্ডেনের নালারপাড় গ্রামে ভূ-গর্ভস্থ পানীয়জলের জন্য রিং কুয়ার ভিত্তি স্থাপন সহ।
বাগান এলাকার ছোট ছোট কঁচিকাঁচাদের দ্বারা লোক নৃত্য পরিবেশিত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় গ্রামবাসীদের দ্বারা। শেষে কমিউনিটি ফিস্ট অনুষ্ঠিত হয়। প্রায় ৭-জন গ্রামবাসীদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নর সুখবিন্দর সিং রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের ডক্টর অমিত কালোয়ার, রতনপুর গার্ডেনের সিইও সুশীল সিং, রোটারি প্রেসিডেন্ট ক্লাবের সেক্রেটারি ধীরাজ জৈন সহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ
