পর্যটকদের উপর জঙ্গি হামলা, অন্তত ৮ জন গুলিবিদ্ধ

২২ এপ্রিল : কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা। মঙ্গলবার কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় ঘটনাটি ঘটে। অন্তত ৮ জন পর্যটক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁরা হলেন, গুজরাটের ভিনো ভাট, মানিক পাতিল, রিনো পাণ্ডে। এছাড়া মহারাষ্ট্রের এস বালাচান্দ্রু, ড. পরমেশ্বর, তামিলনাড়ুর সান্ট্রু, ওডিশার সহশি কুমারী, কর্ণাটকের অভিজভন রাও।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। গুলিবিদ্ধ সমস্ত পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়েছে। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে, সেটি পর্যটনকেন্দ্র। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পর্যটকদের উপর জঙ্গি হামলা, অন্তত ৮ জন গুলিবিদ্ধ

Author

Spread the News