কাছাড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিজেপির

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : লক্ষীপুরের ১১ সহ কাছাড়ে ২৪টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল শাসক দল। জয়ের মধ্য দিয়ে নির্বাচনে লড়াই শুরু করল বিজেপি।

লক্ষীপুর ছাড়া ধলাইয়ে ৫টি, উধারবন্দে ৩টি, কাটিগড়ায় ৩টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে। জয়ী হয়েছে তাপাং অঞ্চলের আরও ২টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে। এই অপ্রত্যাশিত জয় নিয়ে শনিবার একপ্রস্ত উল্লাস দেখা গেল ইটখলায় বিজেপির জেলা কার্যালয়ে। হয়েছে মিষ্টি বিতরণও। জয়ী প্রার্থীদের কয়েকজন কার্যালয়ে এসে দলের জেলা সভাপতি সহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে আশীর্বাদ নেন।

কাছাড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিজেপির
লক্ষীপুরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি প্রার্থীরা।

ওই আসনগুলিতে কংগ্রেস সহ অন্য কোনও রাজনৈতিক দল প্রার্থী দেয়নি।

কাছাড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪টি আঞ্চলিক পঞ্চায়েত পদ বিজেপির
Spread the News
error: Content is protected !!