ধলাই সহ দশটি সমজেলা হচ্ছে : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় কেবিনেটের বৈঠক। অসমে নতুন করে গঠন হবে ১০টি সমজেলা এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, এরমধ্যে সমজেলা হবে বকো-ছয়গাঁও কেন্দ্রে, দ্বিতীয়টি হবে পলাশবাড়ী কেন্দ্রে, তৃতীয়টি হবে শোণিতপুর জেলার বরচলা কেন্দ্রে, শোণিতপুরের রঙাপারায় হবে চতুর্থ সমজেলা। তিনসুকিয়া জেলার মাকুম, ডিগবৈ, যোরহাট জেলার টীয়ক এবং মরিয়নি, কাছাড় জেলার ধলাই এবং গোয়ালপাড়া দুধনৈত হবে নতুন সমজেলা।

এ দিকে, রাজ্যে নির্মাণকাজ চলি থাকা ডিফু, ধুবড়ি, তিনসুকিয়া, গোলাঘাট, শিবসাগর, নগাঁও, নলবাড়ি এবং গোয়ালপাড়া ৮টি ক্যান্সার প্রতিষ্ঠানের জন্য ২৫০ কোটি টাকার অনুমোদন দিয়েছে আজকের কেবিনেটে। ইতিমধ্যে, রাজ্য সরকার ব্যয় করেছে ২৫০০ কোটি টাকা।

ধলাই সহ দশটি সমজেলা হচ্ছে : মুখ্যমন্ত্রী

অসম কেবিনেটে রাজ্য সরকারের দ্বারা নির্মিত চারটি দুধ উৎপাদন কেন্দ্র পশুপালন বিভাগের দ্বারা নির্মিত হয়েছে। বোকাখাট, ডিব্রুগড়, যোরহাট এবং বজালির দুধ উৎপাদন কেন্দ্রগুলো পরিচালনার জন্য অসম সরকার এবং ভারত সরকারের যৌথ সংস্থা North-East Dairy and Foods Limited-কে অর্পণ করা হয়।

Author

Spread the News