ইলেকশন অবজারভার শুক্রবার শ্রীভূমি জেলায় এসে পৌঁছাবেন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় দুইজন ইলেকশন অবজারভার ক্ষিতিশ চন্দ্র পেগু, এসিএস, যোগাযোগ নম্বর ৯৪৩৫০৪৫৭২৯ এবং ধর্মকান্ত মিলি, এসিএস, যোগাযোগ নম্বর ৯৪৩৫০৮৬৬৬৮, উভয়ই শুক্রবার শ্রীভূমি এসে পৌছাবেন।

এএসআরএলএম এর  ডিপিএম নিতুচন্দ্র দাসকে (৯৪৩৫৯২৬২৯৩) ইলেকশন অবজারভার ক্ষিতিশচন্দ্র পেগুর প্রোটোকল অফিসার এবং শ্রীভূমির কর অধীক্ষক কার্যালয়ের পরিদর্শক স্বরজিৎ পালকে (৯৩৬৫৫২৬৬৮৬) ইলেকশন অবজার্ভার ধর্মকান্ত মিলির প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জেলার ডিডিসি এবং অবজার্ভার সেলের ইনচার্জ এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন।

ইলেকশন অবজারভার শুক্রবার শ্রীভূমি জেলায় এসে পৌঁছাবেন
Spread the News
error: Content is protected !!