বাকস ক্রিকেটে জয়ী মিডিয়া ওয়ারিয়র্স ও নিউজ রকার্স

বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা পরিচালিত মিডিয়া ক্রিকেট ফেস্টের সেমিফাইনালের লড়াই জমে উঠল। বৃহস্পতিবার নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স এবং শিলচর নিউজ রকার্স জিতে যাওয়ায় সেমির লড়াইটা এখন শুক্রবারের ম্যাচের উপর নির্ভর করছে।
 
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শিলচর নিউজ রকার্স। অটল প্রেস ফাইটারসের দুর্বল বোলিংয়ের সুযোগে শুরুটা দারুন করেন শিলচর নিউজ রকার্স-র দুই ওপেনার বিজু চন্দ (৫৫) এবং শ্যাম সিনহা ( ৩৫)। তাদের ওপেনিং জুটিতে উঠে ৭৭ রান। বিজু ছয়টি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৫৫ রান করেন। শ্যাম সিনহার ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষদিকে ব্যাট হাতে দ্রুত রান করেন মনোজ রায় (২২) এবং সত্যজিৎ শুক্লবৈদ্য (১৩)। তারা নির্ধারিত ১৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩৭ রান করে শিলচর নিউজ রকার্স। একটি করে উইকেট পান অজিত দাস এবং অমলাভ দাশ।

বাকস ক্রিকেটে জয়ী মিডিয়া ওয়ারিয়র্স ও নিউজ রকার্স

লক্ষ্যমাত্রা বেশি হলেও ভেঙে পড়েনি অটল প্রেস ফাইটারস। বাপন গোস্বামী (০) শূন্য রানে ফিরলেও রান তাড়ার অভিযানকে বজায় রাখেন জয়দীপ দাস (২১) এবং অমলাভ ( ৪০)। পাঁচটি ছয় মারেন অমলাভ। সঙ্গে হাঁকান দুটি চার। শেষদিকে চেষ্টা করেন দেবাশিস সোম (১৯), শুভেন্দু দাশ (১১), চিরঞ্জিব নাথ (১০)। নির্ধারিত লক্ষ্য থেকে আট রান আগে থেমে যায় অটল প্রেস ফাইটারসের ইনিংস। বিপক্ষের মনোজ রায় তিন এবং রবি হাজাম দুটি উইকেট নেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনোজ রায়।

বাকস ক্রিকেটে জয়ী মিডিয়া ওয়ারিয়র্স ও নিউজ রকার্স

দিনের দ্বিতীয় ম্যাচে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স এককথায় উড়িয়ে দেয় প্যারামাউন্ট মিডিয়া চালেঞ্জারকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে বড়সড় ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় প্যারামাউন্ট মিডিয়া চালেঞ্জার। মাত্র ২১ রানে ৬ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে তারা। তবে সুব্রত দাস (২২) এবং শিবশীষ ভট্টাচাৰ্য (২৭) দলকে টেনে তুলেন। নয় উইকেট হারিয়ে ৮১ রান করে প্যারামাউন্ট মিডিয়া চালেঞ্জার। ম্যাচের সেরা নভেন্দু মালাকার একাই পাঁচ উইকেট নিয়ে বিপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেন। জবাবে খেলতে নেমে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয় প্যারামাউন্ট মিডিয়া চালেঞ্জারকে। একের পর ক্যাচ হাতছাড়া হওয়ায় খেই হারিয়ে ফেলে তারা। মাত্র ৭. ৪ ওভারে চার উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স। হুমায়ুন কবির ৫০ রান করে অপরাজিত থাকেন। এই হারে সেমিতে উঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেল প্যারামাউন্ট মিডিয়া চালেঞ্জারের।

Author

Spread the News