ধলাই মাতৃভূমি সংস্থার কমিটি পুনর্গঠন, ফের সভাপতি সিতাংশু

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ধলাইয়ের অগ্রণী বেসরকারি সামাজিক সংস্থা মাতৃভূমি সাধারণ সভা ও নয়া কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ধলাই বাজারে এক বিবাহ ভবনে আয়েজিত সভায় পৌরহিত্য করেন সংস্থার সভাপতি সিতাংশু দাস। সভায় সংস্থার বিগত দিনের কাজকর্ম এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, আগামী তিন বছরের জন্য নয়া কার্যসূচী নির্ধারণ করা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে ৬৮ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সিতাংশু দাসকে সভাপতি, অসুক দাসকে সাধারণ সম্পাদক এবং বাপ্পা পালকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে।

ধলাই মাতৃভূমি সংস্থার কমিটি পুনর্গঠন, ফের সভাপতি সিতাংশু

সভায় সংস্থার সহসভাপতি চপল কুমার দাস, শংকর ভট্টাচার্য ও নির্মল শর্মা মূল্যবান বক্তব্য রাখেন। তাঁরা সংস্থার দীর্ঘ ১৯ বছরের পথচলার কথা উল্লেখ করেন এবং জানান যে এই সময়ে সংস্থা মোট ২২টি পুরস্কার লাভ করেছে।

ধলাই মাতৃভূমি সংস্থার কমিটি পুনর্গঠন, ফের সভাপতি সিতাংশু

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম হল “মাতৃভূমি সাংস্কৃতিক অ্যাকাডেমি” প্রতিষ্ঠা করা। এই অ্য়াকাডেমিতে তবলা ও সঙ্গীতের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও, সংস্থার উদ্যোগে ১ জুন থেকে অনূর্ধ্ব ষোলো বছর বয়সী মেয়েদের জন্য একটি মহিলা ফুটবল কোচিং সেন্টার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে স্কুল পর্যায়ের স্পোর্টস মিট এবং “মাতৃভূমি কাপ” ফুটবল প্রতিযোগিতা, যা আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ধলাই মাতৃভূমি সংস্থার কমিটি পুনর্গঠন, ফের সভাপতি সিতাংশু

সভায় সংস্থার ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে এটিকে জাতীয় স্তরে পঞ্জিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি সিতাংশু দাস নবনির্বাচিত সব সদস্যকে অভিনন্দন জানান এবং সংস্থার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক অসুক দাস বলেন, নয়া কমিটি সম্মিলিতভাবে সংস্থার লক্ষ্য পূরণে কাজ করে যাবে। এই সাধারণ সভা ধলাইয়ের সামাজিক উন্নয়নে মাতৃভূমি সংস্থার অগ্রণী ভূমিকা আরও জোরদার করবে বলে আশা করা যায়। মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে এদিন জনশিক্ষণ সংস্থার স্কিল ইন্ডিয়া থেকে স্বনির্ভরতার উপর বিভিন্ন বিভাগীয় প্রশিক্ষণ নেওয়া ১৫ জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Spread the News
error: Content is protected !!