শিলচরে জেলা সড়ক নিরাপত্তায় ব্যতিক্রমী অবদানের জন্য আধিকারিকদের সম্মানা

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শনিবার, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের সভাপতিত্বে মার্চ মাসের জন্য জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা কাছাড়ে অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল জেলার সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা বিষয় এবং কৌশল নিয়ে আলোচনা করা। সভার কাছাড়ে সড়ক নিরাপত্তায় ব্যতিক্রমী অবদানের জন্য বেশ কয়েকজন আধিকারিক এবং দলকে স্বীকৃতি এবং সম্মানিত করা হয়। পূর্ত বিভাগের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগকে সড়ক নিরাপত্তায় তার প্রযুক্তিগত অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এসএম দেব সিভিল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মৃণালকান্তি নাথলস্কর সড়ক দুর্ঘটনাজনিত আঘাত মোকাবেলায় তার অমূল্য চিকিৎসা প্রচেষ্টার জন্য স্বীকৃতি পান। কাছাড়ের এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সিমন্ত দাসকে নিরাপদ ড্রাইভিং প্রচারে সক্রিয় এনফোর্সমেন্ট উদ্যোগের জন্য সম্মাননা প্রদান করা হয়।
সমগ্র শিক্ষার জেলা প্রোগ্রাম অফিসার ডঃ বিদ্যুৎ দেবচৌধুরীকে কমিউনিটি উৎসব কর্মসূচির মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে তাঁর কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। জেলা কমিশনার কার্যালয়ের জেলা প্রশাসনিক সহকারী এন সুজয় কুমার সিংহকে প্রশাসনিক সহায়তা এবং ডিআরএসসি যোগাযোগ উন্নত করার প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও, কাছাড় পুলিশের রাকেশ সিংহকে আইন প্রয়োগে তাঁর অধ্যবসায়ী কাজের জন্য সম্মানিত করা হয়েছে।

সভায় কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো, অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, জেলা পরিবহন আধিকারিক রমেশ শ্যাম এবং পিডব্লিউডি, পরিবহন এবং পুলিশ সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলায় সড়ক নিরাপত্তার সমস্যা মোকাবেলায় একাধিক সেক্টরের অংশীদারদের একত্রিত হয়ে কাছাড়ে নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই সভাটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করেছে।
