বিশিষ্ট সাংবাদিক সম্মাননা পেলেন তমোজিৎ ভট্টাচার্য
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে “বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা” সাড়ম্বরে সম্পন্ন হয়। রবিবার শিলচর গান্ধী ভবনে সকাল সাড়ে দশটা থেকে অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে দ্বিবার্ষিক অনুষ্ঠানে সবার সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। তৎসঙ্গে এবার বরাক উপত্যকার কাছাড় জেলা থেকে বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা বয়োজ্যেষ্ঠ সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্যকে মনোনীত করা হয়েছে,
এদিন আয়োজিত হবে বর্তমান সময়ে “আধুনিকতার যুগে সাংবাদিকতার বিকাশ” এর উপর বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
