রংপুর শ্রীশ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব শুরু

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : শুক্রবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর বাজার সদরঘাটের শ্রীশ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব শুরু হয়েছে। এদিন বিকেল ৫ টায় অধিবাসের জলভরা মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। তারপর অধিবাসের পূজা শুরু হয়। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে সদ্য প্রয়াত স্থানীয় হেমঙ্কর রায় ও বাবলু দেবের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শ্রীশ্রী শনি মন্দির পরিচালন সমিতির সভাপতি শিশিররঞ্জন দেব  ও সম্পাদক রঞ্জীত দত্ত।

রংপুর শ্রীশ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব শুরু

তাঁরা জানান, এদিন বিকেল ৫ টায় অধিবাসের জলভরা মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।  তারপর অধিবাসের পূজা শুরু হয়। এছাড়া শান্তি পাড়ার সদ্য প্রয়াত হেমঙ্কর রায় ও বাবলু দেবের অকাল প্রয়াণে  শোকসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রয়াতের আত্মার চির শান্তি কামনা করে শোক প্রকাশ করা হয়। সেই সঙ্গে প্রয়াতের পরিবারের সদস্যদের হাতে শোকবার্তা সহ প্রতিচ্ছবি প্রদান করা হয়। তাঁরা জানান, প্রতি বছরের মতো এ বছরও রংপুর শ্রীশ্রী শনি মন্দিরের বার্ষিক  উৎসব ২৮ ও  ২৯ মার্চ  দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে।   প্রতি বছরের মতো এ বছরও শ্রীশ্রী শনিবাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেওয়ার বাসনা করেছেন।    শনিবার উৎসবের শুভারম্ভ সকাল ৯ টা ৩০ মিনিট থেকে শুরু হবে। এবং দুপুর ১২টায় ভোগ ও ভোগারতি। ১২টা ৩০ মিনিটে মহানবগ্রহ যজ্ঞারম্ভ, গীতাপাঠ ও সন্ধ্যারতি। এছাড়া দুপুর ২ টা থেকে মহাপ্রসাদ বিতরণ। এবং রাত ৭ টা থেকে শনিবাবার পাঁচালী ও অন্যান্য পূজার্চনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হবে।

রংপুর শ্রীশ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব শুরু

মন্দিরের বার্ষিক উৎসবে ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের উপস্থিতি, সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন তাঁরা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ সভাপতি গোপাল দাস, অনুপ দেব, দুলু বাউরি, সাগর ধর, সঞ্জীব সিং, কাজল দেব, মৃত্যুঞ্জয় দাস সুস্মিতা দেব ,বাচ্চু পাল,প্রণব দাস প্রমুখ।

রংপুর শ্রীশ্রী শনি মন্দিরের বার্ষিক উৎসব শুরু
Spread the News
error: Content is protected !!