অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ মার্চ : শিলচরের ঐতিহ্যবাহী অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে অসম সরকারের বিনামূল্যে সাইকেল বিতরণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শুক্রবার স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হাত দিয়ে বিতরণীর সূচনা হয়।

অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ দীপায়নের

বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার ভূয়াসী প্রশংসা করেন। তিনি অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা যেন সর্বদা তাদের শিক্ষক ও শিক্ষিকা এবং অভিভাবকদের কথা মেনে চলার পরামর্শ দেন। এবং স্কুলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষকদের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। সেই সঙ্গে এইবারের গুণোৎসবে এ-প্লাস পাওয়াতে ছাত্র ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা জানান।

অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ দীপায়নের

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক শিক্ষার্থীদের এই সাইকেল সরবরাহের মূল লক্ষ্য নিয়ে শুরু করা মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পটি হল সরকারি এবং প্রাদেশিক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের সময়মতো স্কুলে পৌঁছানোর সুবিধা প্রদান করা, পাশাপাশি নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া কমানো। পাশাপাশি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ভূয়াসী প্রশংসা করেন।

অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ দীপায়নের

এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর দত্ত, গোপাল পাল,শতদল ভট্টাচার্য, হীরক চৌধুরী, মৌটুসী রায় প্রমুখ। উল্লেখ্য, ১৫০ জন পড়ুয়ার মধ্যে সাইকেল বিতরণ করা হয়।

Spread the News
error: Content is protected !!