শিলচরে ৩৭ লক্ষ জালনোট সহ যুবককে আটক করল আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করল আসাম রাইফেলস। মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর রংপুর থেকে ৩৭ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার সহ এক যুবককে আটক করে আসাম রাইফেলস জওয়ানরা।
এ দিন মাদক চোরাচালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছিল। তবে তল্লাশিতে ওই ব্যক্তির কাছে জাল নোট উদ্ধার হয়। এরপর আসাম রাইফেলসের অসম পুলিশের কাছে সমঝে দেয়।

শিলচরে ৩৭ লক্ষ জালনোট সহ যুবককে আটক করল আসাম রাইফেলস
শিলচরে ৩৭ লক্ষ জালনোট সহ যুবককে আটক করল আসাম রাইফেলস

Author

Spread the News