লঙ্গাই চা-বাগান বন্ধের প্রশ্নই ওঠে না! শ্রমিকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

চা-বাগান নিয়ে শ্রমিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ও দুই মন্ত্রীর জরুরি ভিডিও কনফারেন্স____

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : পাথারকান্দির লঙ্গাই চা-বাগান নিয়ে শ্রমিকদের মনে কোনও বিভ্রান্তি বা আশঙ্কার জায়গা নেই, সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলা কমিশনারের কনফারেন্স হলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা “লঙ্গাই চা বাগান বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না! ATC আগের মতোই লঙ্গাইয়ের চারটি বাগান পরিচালনা করছে এবং আগামীতেও করবে। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রয়োজনে আমার এই বক্তব্য রেকর্ড করে রাখুন!” বৈঠকে উপস্থিত ছিলেন লক্ষীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক, ATC-এর প্রাক্তন চেয়ারম্যান ও বরাক চা-শ্রমিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় এবং লঙ্গাই চা-বাগানের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী সবাইকে আশ্বস্ত করে বলেন, সরকার চা শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, ন্যায্য মজুরি প্রদান ও চা-বাগান এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পরিকল্পনার কথা জানান। তিনি প্রতিশ্রুতি দেন, শ্রমিকদের কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

লঙ্গাই চা-বাগান বন্ধের প্রশ্নই ওঠে না! শ্রমিকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

কিছুদিন আগে লঙ্গাই চা-বাগান বন্ধ হওয়ার গুঞ্জন নিয়ে শ্রীভূমি জেলা কমিশনারের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যে পরিষ্কার, সেই বৈঠক কেবলমাত্র আলোচনা ছিল, চা-বাগান বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে লঙ্গাই চা-বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।

লঙ্গাই চা-বাগান বন্ধের প্রশ্নই ওঠে না! শ্রমিকদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যের চা শিল্পের উন্নয়নে সরকারের সদিচ্ছা ও প্রতিশ্রুতি চা শ্রমিকদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। চা শ্রমিকদের জীবনমানের উন্নয়নে সরকারের পদক্ষেপ লংগাই চা বাগানসহ অসমের চা শিল্পকে আগামী দিনে নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।

Spread the News
error: Content is protected !!