মাতৃভূমির ইফতার মহফিল ও সাংবাদিক সংবর্ধনা
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : ধলাইয়ের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি সামাজিক সংগঠন এক ইফতার মহফিল ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার কার্যালয়ে রবিবার সংগঠনের সভাপতি সিতাংশু দাসের পৌরহিত্যে সভায় ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর, সম্পাদক বিবেকানন্দ দাস, কোষাধ্যক্ষ রাজীব হোসেন মজুমদার, সোনাই প্রেস ক্লাবের সদস্য গুলশন আহমেদ খান বক্তব্য রাখেন।

সভার শুরুতে, ধলাই প্রেস ক্লাবের কর্মকর্তাদের গামছা পরিয়ে সংবর্ধনা প্রদান করেন মাতৃভূমি সামাজিক সংগঠনের কর্মকর্তারা। এদিনের ইফতার মহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতৃভূমি সামাজিক সংস্থার সহ-সভাপতি চপলকুমার দাস, ধলাইয়ের প্রাক্তন জিপি সভাপতি শঙ্কর ভট্টাচার্য, ক্রীড়া সম্পাদক পিংকু বর্মন, বাপ্পা পাল প্রমুখ।
