শিলচরে ভগৎ সিং, রাজগুরু এবং শুকদেবের ৯৫তম আত্মবলিদান দিবস পালন
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী শহিদ-এ আজম ভগৎ সিং, রাজগুরু এবং শুকদেবের ৯৫তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসোমলের কাছাড় জেলা কমিটি।
রবিবার সকাল ৮ টায় শিলচরে উপস্থিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ভগৎ সিং, রাজগুরু, শুকদেবের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি পরিতোষ ভট্টাচার্য, ছাত্র সংগঠন এআইডিএসও’র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য, জেলা কমিটির সহ-সভাপতি সাবির আহমেদ, মহিলা সংগঠন এআইএমএসএস এর পক্ষে খাদেজা বেগম, কিশোর কিশোরী সংগঠন কমসোমল এর পক্ষে স্বরূপ মালাকার এবং উপস্থিত সংগঠনগুলির সদস্যবৃন্দ। এর পর উপস্থিত জনগণের সামনে ভগৎ সিং, রাজগুরু এবং শুকদেবের জীবন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন যুব সংগঠনের সহ-সভাপতি পরিতোষ ভট্টাচার্য।

তিনি বলেন, ভগৎ সিং সহ স্বাধীনতা আন্দোলনের অজস্র বিপ্লবীরা দেশের শোষীত নিপীড়িত জনগণের মুক্তি লাভের জন্যে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মবলিদানের মধ্যে দেশ স্বাধীন হলেও ভারতবর্ষে পুঁজিপতিদের শাসন শোষণে আজ মানুষ নিঃস্ব, রিক্ত হচ্ছে। আজ ছাত্রদের শিক্ষা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, যুবক- যুবতীরা চরম বেকারত্বের জ্বালা নিয়ে জীবন যাপন করছে, মহিলাদের উপর দিনের পর দিন চলছে অকথ্য নির্যাতন। তিনি বলেন, এই পরিস্থিতিতে সবাইকে ভগৎ সিং, রাজগুরু, শুকদেব সহ সমস্ত বড় মানুষের জীবন-সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও আজ ভগৎ সিং স্মরণে কাছাড় জেলার ধোয়ারবন্দ, পশ্চিম শিলচর, নিউ শিলচর আঞ্চলিক কমিটি, শিলচর টাউন কমিটি এবং শ্রীকোণা আঞ্চলিক কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান আয়োজিত হয়।
