মহাকুম্ভের পবিত্র সঙ্গমের ২৫ হাজার লিটার জল বরাক ও ডিমাহাসাও জেলায় বিতরণ শুরু

বরাক তরঙ্গ, ২২ মার্চ : বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে মহাকুম্ভের পবিত্র সঙ্গমের ২৫ হাজার লিটার জল বৃহৎ ট্যাঙ্কারে করে বরাক উপত্যকায় নিয়ে আসা হয়েছে। এই ২৫ হাজার লিটারের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন জেলার  ভিএইচপি কর্মকর্তাদের কাছে ইতিমধ্যে ২০ হাজার লিটার জল পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার ৫ হাজার লিটার জল নিয়ে ওই ট্যাঙ্কার গাড়িটি ডিমা হাসাও জেলার উদ্যেশ্যে রওয়ানা দিয়েছে।

মহাকুম্ভের পবিত্র সঙ্গমের ২৫ হাজার লিটার জল বরাক ও ডিমাহাসাও জেলায় বিতরণ শুরু

এ দিন পরিষদের পশ্চিম কাছাড় জেলার তিনটি স্থান যথাক্রমে কাটিগড়ার গোবিন্দপুরের স্বামী স্বরূপানন্দ আশ্রম, বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কার্যালয়, কালাইন সুন্দাউরা কালিবাড়িতে প্রায় পাঁচ শতাধিক সনাতনীকে সঙ্গমের জল তুলে দেন জেলা সভাপতি বিধু ভুষন দেব, সম্পাদক জিতেন্দ্র চন্দ্র দাস, সহ সভাপতি অশোককুমার দাস, সংঘের বিজয়কুমার দাস প্রমুখ। রবিবার কালাইন কুরকুরি বাগান ও জালালপুরে বিতরণ করা হবে। এভাবে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হবে বলে জানান জেলা সভাপতি বিধু ভুষন দেব। তিনি জানান, এই জেলার সনাতনী মানুষদের জন্য প্রায় চার হাজার লিটার জল এসেছে।

মহাকুম্ভের পবিত্র সঙ্গমের ২৫ হাজার লিটার জল বরাক ও ডিমাহাসাও জেলায় বিতরণ শুরু

উল্লেখ্য, প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও, নানা অসুবিধার জন্য যেতে পারেন নি, তাই বিশ্ব হিন্দু পরিষদ এই উদ্যোগ নিয়েছে। যাতে প্রত্যেক সনাতনীর ঘরে ঘরে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের জল পৌঁছানো যায়।

মহাকুম্ভের পবিত্র সঙ্গমের ২৫ হাজার লিটার জল বরাক ও ডিমাহাসাও জেলায় বিতরণ শুরু

প্রান্ত সভাপতি শান্তনু নায়েক জানান, এই প্রান্তের প্রত্যেক সনাতনীর ঘরে ঘরে যেন পবিত্র সঙ্গমের জল পৌঁছানো যায়, এজন্য পরিষদের কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মহাকুম্ভের পবিত্র সঙ্গমের ২৫ হাজার লিটার জল বরাক ও ডিমাহাসাও জেলায় বিতরণ শুরু

Author

Spread the News