পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অগপর কাছাড় জেলার দলীয় আহ্বায়ক কমিটির জরুরি সভা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ মার্চ : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সব কয়টি দলের দৌড়ঝাঁপ করতে শুরু হয়ে গেছে, পিছিয়ে নয় রাজ্যের আঞ্চলিক দল অগপ। শুক্রবার অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক কেএইচ বিমলেন্দু সিংহের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলা কমিটির দলীয় এক জরুরি সভা করা হয় জেলার দলীয় কার্যালয়ে।

এদিন অগপর কেন্দ্রীয় কমিটির নির্দেশাক্রমে আগামী পঞ্চায়েত নির্বাচনে বরাক উপত্যকার দলীয় আহ্বায়ক কেএইচ বিমলেন্দু সিংহ,  সুনীল ডেকা সহ কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়াকে ধলাই বিধানসভা, সুজিত দেবকে বড়খলা, সমর রাজবংশী শিলচর, এইচ ইবুঙ্গোবি সিংহ লক্ষীপুর, ফকরুল ইসলাম উদারবন্দ, অর্চনা দত্ত কাটিগড়া, রাজীব সিনহাদের সদস্যপদের দায়িত্ব প্রদান করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কীভাবে জয়ী করার রণকৌশলের বিষয়ের বিস্তারিতভাবে আলোচনা করেন।

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অগপর কাছাড় জেলার দলীয় আহ্বায়ক কমিটির জরুরি সভা

সভায় উপস্থিত অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক ও বর্তমানে উপত্যকার দলীয় আহ্বায়ক কেএইচ বিমলেন্দু সিংহ বলেন, অগপ ও বিজেপি বর্তমানে মিত্র জোটে থাকলেও অগপ দল কিন্তু অসমের একমাত্র আঞ্চলিক দল হিসেবে গণ্য সুপ্রতিষ্ঠিত আছে রাজ্যে, অগপ রাজ্যের জনগণের ন্যায্য দাবি আদায়ের একমাত্র সংগ্ৰামের দল, তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় যেখানে অগপ সমর্থিত প্রার্থীরা জয়ী আশঙ্কা রয়েছে, সেখানে দল অগপ প্রার্থী দেবে বলে পরিস্কার ভাষায় জানিয়ে দেন। অগপর কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব বলেন, কাছাড় জেলা কমিটি প্রত্যেক সদস্যরা বিগত ছয় থেকে জেলার প্রত্যেকটি গ্ৰামের সকল দলীয় কর্মীরা কাজ করে যাচ্ছেন,তাই অগপ দল আগামী পঞ্চায়েত নির্বাচনে এককভাবে পঞ্চায়েত নির্বাচনে অগপ প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে আশাবাদী তিনি।

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অগপর কাছাড় জেলার দলীয় আহ্বায়ক কমিটির জরুরি সভা

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কাছাড় জেলা কমিটির সম্পাদকদ্বয় মণিতন সিংহ ও সুজিত শর্মা, সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী, দেবযানী দাস, বিদ্যুষ সিনহা প্রমূখেরা।

Author

Spread the News