বিজেপি সরকার জনগণের স্বার্থে কাজ করছে : মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : মুখ্যমন্ত্রী হাত ধরে শিলচর সিভিল হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মুডে শিলান্যাস করেন।
মঙ্গলবার শিলচরের বিভিন্ন কার্যসূচির মধ্যে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল মুডে শিলান্যাস করেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে জনগণের স্বার্থে কাজ করবে। আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২৪ কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে পঞ্চাশ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে জনগণের সুবিধার্থে শিলচরে নতুন আবর্তন ভবনের জন্য ২৬ কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী তিন মাসের ভিতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে। প্রথম ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় ফ্লাইওভার হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত।
