শিলচর প্রেস ক্লাবে বসন্ত উৎসব উদযাপন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : শুষ্কতা, রুক্ষতাকে বিদূরিত করে প্রকৃতির নবরূপে সজ্জিত হওয়ার এই সময়টুকু নানা দিক থেকেই মানবজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিভেদ ভুলে একতার বন্ধনে আবদ্ধ হতে হবে সবাইকে। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানে এ কথা উঠে আসে। নৃত্যে-সঙ্গীতে-কবিতায়-কথায়  রং-য়ের এই উৎসব উদযাপনে বসন্তের বার্তা ধ্বনিত হয়। আলোচনার বিষয় ছিল ‘ঋতু বদল যেখানে, জীবনের ছন্দে ছন্দে’। বিষয়ে বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, সমাজকর্মী সঞ্জিত দেবনাথ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, শিক্ষক শংকরচন্দ্র নাথ, সমাজকর্মী সৌমিত্র দত্তরায়, কবি শতদল আচার্য, কবি আরতি দাশ, কবি জয়ন্তী দত্ত, সন্ধ্যা চক্রবর্তী, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী।

শিলচর প্রেস ক্লাবে বসন্ত উৎসব উদযাপন

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাপি রায়, নেহাল কুমার, বুদ্ধ পুরকায়স্থ, স্বর্ণালী পুরকায়স্থ , মালবিকা দেব, অনামিকা পাল প্রমুখ। কবিতা পাঠ করেন সাংবাদিক সিদ্ধার্থ দাস, কবি শেলী দেব প্রমুখ ।নৃত্য পরিবেশন করেন মালবিকা ডান্স অ্যাকাডেমি-র শিল্পীরা।

শিলচর প্রেস ক্লাবে বসন্ত উৎসব উদযাপন

Author

Spread the News