ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলে, মৃত্যু সাত জনের
১৪ মার্চ : ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। কাজ সেরে ফিরছিলেন বাড়ির পথে। কিন্তু আর ফেরা হল না। টোটোর সঙ্গে চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও দুই মহিলা-সহ মৃত্যু হল ৭ জনের। শুক্রবার দোলের দিন ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার চারাতলা পেট্রল পাম্পের কাছে। কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর এদিন দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এদিন চারচাকা গাড়ি করে চাপড়া বাজারে ইদ উপলক্ষে কেনাকাটা করতে এসেছিলেন তাঁরা। কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ওই গাড়ির অন্যান্য আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃতদের মধ্যে এক শিশু এবং একজন মহিলার বাড়ি নাকাশিপাড়া থানার তেঘড়ি গ্রামে। অপর মৃত মহিলার বাড়ি চাপড়ার বৃত্তিহুদা এলাকায়। সূত্রের খবর, তাকরিন মল্লিক, সান্তা মণ্ডল, রহিমা সেখ,পুতুল মল্লিক, অমিত ঘোষ, রোহন সেখ, পারভিন বিবি, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সাতজনের। পুলিশ তদন্ত শুরু করেছে।
খবর : আজকাল ডট ইন।