দুধপাতিলে রেলস্টেশন স্থাপনের দাবি স্বার্থ সুরক্ষা পরিষদের
বরাক তরঙ্গ, ৭ মার্চ : শিলচরের কাছে দুধপাতিলে একটি রেলস্টেশন স্থাপনের দাবি জানিয়েছে উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি তথা ডিআরইউসিসির সদস্য হারাণ দে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জিএমের কাছে প্রেরিত এক চিঠিতে দুধপাতিলে অবিলম্বে একটি রেলস্টেশন স্থাপনের দাবি জানিয়ে বলেন, যেহেতু জায়গার অভাবে শিলচর থেকে নতুন কোন ট্রেন চালু করা সম্ভব নয়, তাই দুধপাতিলে স্টেশন স্থাপন করে নতুন ট্রেন চালু করা হোক।
এই চিঠিতে বলা হয় যে দুধপাতিল শিলচর থেকে দুই কিলোমিটার দূরে এবং সেখান থেকে দূরপাল্লার ট্রেন চলাচল শুরু করলে শিলচরের মানুষ অনায়াসে সেখানে গিয়ে ট্রেন ধরতে পারবেন। পত্রে হারাণবাবু আশা প্রকাশ করে বলেন, এক্ষেত্রে শিলচরের বর্তমান স্টেশন থেকে লোকাল ট্রেন অনায়াসে চলাচল করতে পারবে। উল্লেখ্য, সম্প্রতি দূরপাল্লার ট্রেন চালু করার দাবি জানিয়ে বিভিন্ন মহলের দ্বারা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ওপর চাপ সৃষ্টি করলে তারা জানিয়েছে যে শিলচর স্টেশনে জায়গার অপ্রতুলতার জন্য এখান থেকে কোন নতুন ট্রেন চালানো সম্ভব নয়।
খবর : পিএনসি, শিলচর।
