লেখক ইমদাদুল্লাহ হাবিবি প্রয়াত
বরাক তরঙ্গ, ৭ মার্চ : নিয়াইরগ্রাম দ্বিতীয় খণ্ড খালওপারের বাসিন্দা নিয়াইরগ্রাম এমই স্কুলের (এ) প্রধান শিক্ষক তথা লেখক ইমদাদুল্লাহ হাবিবি প্রয়াত হলেন। শুক্রবার সন্ধ্যা ৬-৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৭ বছর। আগামীকাল শনিবার বেলা ১-৩০ মিনিটে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তিনি রেখে গেছেন স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে সহ গুণমুগ্ধদের। প্রয়াত দীর্ঘদিন দুরারোগ্যে ভুগছিলেন।
