ধলাইয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সিএমএস কর্মীর ওপর হামলা, লুট ৮৪ হাজার

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৭ মার্চ : ধলাই থানা এলাকার বিষ্ণুপুরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শারীরিকভাবে অক্ষম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের রেজিস্টার ডিস্ট্রিবিউটর (সিএমএস) আব্দুল আমিন দুই দুষ্কৃতকারীর হামলার শিকার হন। হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৮৪,৮০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।

জানা গেছে, আব্দুল আমিন প্রতিদিনের মতো বিভিন্ন এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। বিকেল ৩টা নাগাদ তিনি যখন বাড়ি থেকে বের হন, সেই সময় দুইজন দুষ্কৃতকারী তার পথ আটকায়। প্রথমে তারা তার সাথে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে। আব্দুল আমিন এর প্রতিবাদ করলে তারা তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। জ্ঞান ফিরলে তিনি দেখেন তার হাতের কালো পলিথিনে মোড়ানো টাকা নিয়ে দুষ্কৃতকারীরা স্কুটিতে করে পালিয়ে যাচ্ছে।

ধলাইয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সিএমএস কর্মীর ওপর হামলা, লুট ৮৪ হাজার

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আব্দুল আমিন ধলাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

Author

Spread the News