পাথারকান্দিতে এনএইচএম কর্মীদের কর্মবিরতি অব্যাহত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ মার্চ : সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে শ্রীভূমি জেলার পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তিনদিনের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) এর কর্মীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের আজ দ্বিতীয় দিনে হাসপাতাল চত্বরে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের প্রধান তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিভাগীয় শূন্য পদে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান এনএইচএম কর্মীদের চাকরি স্থায়ী করা। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুসারে বেতন কাঠামো নির্ধারণ করা এবং ২০১৬ সালের জানুয়ারি থেকে বকেয়া বেতন প্রদান। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক “সমান কাজের সমান বেতন” নীতি কার্যকর করে সরকারি সবধরনের সুযোগ-সুবিধা প্রদান। বুধবার সকাল থেকেই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, মেডিক্যাল ও প্যারামেডিক্যাল কর্মী, ল্যাব টেকনিশিয়ানসহ এনএইচএম-এর বিভিন্ন পদের কর্মীরা কাজে যোগ না দিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

এনিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে তারা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা মহামারির সময় থেকে শুরু করে প্রতিটি সংকট মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ, সরকার তাদের ন্যায্য দাবি পূরণে উদাসীন। ফলে, নিজেদের অধিকার আদায়ে তারা এই তিনদিনের কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। এনএইচএম কর্মীদের এই ধর্মঘটের ফলে পাথারকান্দি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা প্রায় অচল হয়ে পড়েছে।

পাথারকান্দিতে এনএইচএম কর্মীদের কর্মবিরতি অব্যাহত

Author

Spread the News