নির্বাচনের হাওয়া তুলতে এডভান্টেইজ ২.০ এর আয়োজন : সুস্মিতা

বরাক তরঙ্গ, ২ মার্চ : নির্বাচনের হাওয়া উঠাতে এডভান্টেইজ ২.০ আসামের আয়োজন করেছে বিজেপি সরকার। রবিবার তৃণমূল জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, অ্যাডভান্টেইজ ২.০ আসাম যে কোন মানুষ করতে পারে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। কিন্তু মূল কথা হল ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কিছু করতে না পেরে নির্বাচনের হাওয়া তুলতে বিজেপি সরকারের এই আয়োজন।

অ্যাডভান্টেইজ ২.০ আসাম অনুষ্ঠিত হয়েছিল যে একটা বসার সোফা ও একটা চেয়ারের ভাড়া লক্ষ লক্ষ টাকা এই আয়োজন করে সরকারের ক্ষতি হল না লাভ হল তিনি প্রশ্ন তুলেন। নীতীন গড়করি পঁচিশ হাজার কোটি টাকার রাস্তার কথা বলছেন, সুস্মিতা দেব বলেন ২৫ হাজার কোটি টাকার রাস্তা কাজ হবে কিনা তা সময়মতো দেখা যাবে। ২৫ হাজার কোটি টাকার রাস্তা সিমেন্ট লোভীদের জন্য তৈরি করা হচ্ছে অসমের কোন লাভ নেই বলে জানান সুস্মিতা দেব।

নির্বাচনের হাওয়া তুলতে এডভান্টেইজ ২.০ এর আয়োজন : সুস্মিতা

এও বলেন, বিজেপি সরকারের আমলে মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা বেড়ে যাচ্ছে কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। মানুষকে বোকা বানাতে ঘটা করে এই আয়োজন সরকারের।

এ ছাড়া তিনি বলেন, তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না এবং তৃণমূল কংগ্রেস কোন দলের সঙ্গে যোগদান করবে না বলে কড়া ভাষায় জানিয়ে দেন সাংসদ সুস্মিতা দেব। জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে জনগণের সুবিধার্থে কাজ করে যাবে তৃণমূল কংগ্রেস।

Spread the News
error: Content is protected !!