বাছাইখালের জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেন নির্মাণের আর্জি

বরাক তরঙ্গ, ২ মার্চ : বাছাইখালের জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেন নির্মাণের আর্জি জানালেন স্থানীয়রা। পশ্চিম শিলচরের বাছাইখালের জল নিষ্কাশনের বিষয়টি নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ। ড্রেন, সড়ক, আর্বজনা পরিস্কারের বিষয় গুলো নিয়ে গ্ৰামবাসীরা আলোচনা করেন।

বাছাইখালের জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেন নির্মাণের আর্জি

স্থানীয়রা সাংবাদিকদের ডেকে জানান, দীর্ঘ বছর থেকে বৃষ্টির মরশুমে বাছাইখালের জল যাওয়ার পথ না থাকায় দ্বিতীয়-তৃতীয় লিঙ্ক রোড, আলিটিকর, নাগাটিলা, উত্তর কৃষ্ণপুর জলের তলায় থাকে।বর্তমানে নাগাটিলা এলাকায় এনএইচডিএলের নতুন ড্রেন নির্মাণ করাতে উচ্চতা সড়ক থেকে বেড়ে যাওয়ায় সড়কের পাশে থাকা ঘরবাড়ির লোকরা জমা জলের বিরাট সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা ব্যক্ত করছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এনএইচডিসিএল থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে সরেজমিনে তাদের সমস্যা গুলো তুলে ধরেছেন। এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালিক মজুমদার, আলতাফ হোসেন লস্কর, অঞ্জন পাল, রাজীব দাস, টিটন দাস, আহাদুল মজুমদার প্রমুখ।

বাছাইখালের জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেন নির্মাণের আর্জি
Spread the News
error: Content is protected !!