মহবুবুল হকের নিঃশর্তে মুক্তির দাবি প্রগ্রেসিভ ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : ইউএসটিএমের আচার্য মহবুবুল হকের নিঃশর্তে মুক্তির দাবিতে সরব হলেন গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশন। বৃহস্পতিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মওলানা বদরুল হক ও কর্মকর্তারা সাংবাদিক বৈঠকে  মুখ্যমন্ত্রীর কাছে মহবুবুল হকের মুক্তির দাবি জানান। মওলানা বদরুল হক বলেন, মহবুবুল হক হলেন উত্তরপূর্ব ভারতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি অসম তথা উত্তরপূর্বে USTM সহ বিভিন্ন উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করে ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষায় শিক্ষিত করার চিন্তা নিয়েছেন। তাঁকে গ্রেফতার করা মানে শিক্ষাকে পেছনের দিকে ঠেলা।

তিনি আরও বলেন, ভালো মার্ক দেওয়ার নামে দেড়-দু লক্ষ টাকা ঘুষ খাইয়ে ছাত্রছাত্রীদের পাশ করে দেবেন, এটা বিশ্বাস করা যায় না। আর যদিও এমন হয়ে থাকে তাহলে ঘুষ দেওয়া ছাত্রদেরকেও গ্রেফতার করা হোক। তিনি বলেন মহবুবুল হককে মুক্তি দিয়ে তাঁর সবকিছু তদন্ত করা হোক।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মওলানা বদরুল হক, নেজাম উদ্দিন, মোঃ ইয়াহইয়া ও রইসুল হক।  

Author

Spread the News