পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু  যুবকের, আহত ১

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। আহত আরও এক যুবক।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পাথারকান্দি বাইসাপ সড়কে ভয়াবহ দুর্ঘটনায়টি সংঘটিত হয়েছে। বাইপাসের কোনাগ্রামের পাশে থাকা টার্নিং ব্রিজের উপর ঘটা মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় বাইশ বছর বয়সী যুবক বদরুল হকের।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাস্থলে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় একটি দুমড়ে-মুচড়ে যাওয়া বাইক এবং এক যুবকের নিথর দেহ ও  গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন আরেকজন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত পাথারকান্দি থানায় যোগাযোগ করেন। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শ্রীভূমি সরকারি সিভিল হাসপাতালে।

পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু  যুবকের, আহত ১

জানা গেছে, বদরুল হক আইজলে সিমেন্ট মিস্ত্রি হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন পর বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তিনি নিজ গ্রাম নিতাই নগরে ফেরেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক বিশেষ কাজে বাড়ি থেকে বের হন তিনি। তবে দুর্ঘটনার সময় তিনি একা ছিলেন নাকি কারও সঙ্গে ছিলেন, তা স্পষ্ট নয়। গুরুতর আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসীর একাংশের ধারণা, কোনও ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। আবার অনেকে মনে করছেন, ব্রিজের রেলিংয়ে প্রচণ্ড গতিতে ধাক্কা লেগেই প্রাণ হারিয়েছেন বদরুল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু  যুবকের, আহত ১

এদিকে, বদরুল হকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকে মুহ্যমান। তার বৃদ্ধা মা, এক ভাই ও এক বোন এখনও বিশ্বাস করতে পারছেন না যে তাদের প্রিয়জন আর ফিরে আসবে না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সরকারি হাসপাতালে পাঠিয়েছে।

Author

Spread the News