নীতীশের মন্ত্রিসভার ঠাঁই বিজেপির সাত বিধায়ক
২৭ ফেব্রুয়ারি : বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বুধবার নীতীশের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন আরও ৭ মন্ত্রী। কিন্তু এই ৭ জনের মধ্যে নীতীশের দল জেডিইউর কেউ নেই। সকলেই জোট শরিক বিজেপির বলে জানা গিয়েছে।
আরও সাত মন্ত্রীর যোগ দেওয়ার ফলে বিহারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এদিন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এতদিন নীতীশের মন্ত্রিসভায় ৩০ জন ছিলেন। যার মধ্যে বিজেপির ১৫, জেডিইউ-এর ১৩, হিন্দুস্তানি আওয়ামি মোর্চা-এর ১ এবং একজন ছিলেন নির্দল সদস্য। তবে বুধবার দুপুরে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন বিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল।
তিনি জানান, দলের নিয়ম মেনে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি পালন করতেই এই সিদ্ধান্ত তাঁর। দিলীপের দায়িত্বে ছিল রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তর। এরপরই বিকেলে শপথ নেন বিজেপির ৭ জন। যারা এদিন শপথ নিলেন সেই তালিকায় রয়েছেন, জীবেশ কুমার, সঞ্জয় সরাওগি, রাজু কুমার সিং, কৃষ্ণ কুমার মান্টু, বিজয় কুমার মণ্ডল, সুনীল কুমার এবং মতিলাল প্রসাদ।
