ইসলাম সর্বদা সমাজে ঐক্যের বার্তা দেয় : মওলানা আহমদ সায়িদ

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : মানবতা ও মহানুবতাকে সামনে রেখে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশ তথা সমাজের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানালেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তথা বিশিষ্ট মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরী। বাঘন জামে মসজিদের ওয়াজ মাহফিলে এই আহ্বান রাখেন তিনি। মঙ্গলবার আয়োজিত মহফিলে পৌরহিত্য করেন বাঘন জামে মসজিদের ইমাম আব্দুস ছামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরী। তিনি তাঁর  সারগর্ভ বক্তব্য বলেন, ইসলাম সমাজে ঐক্যের বার্তা দেয়। ইসলাম মানবজাতির কল্যাণের জন্য বিশ্ব প্রভুর পক্ষে থেকে আসা এক জীবন ব্যবস্থার নাম বলে তিনি উল্লেখ করেন।

ইসলাম সর্বদা সমাজে ঐক্যের বার্তা দেয় : মওলানা আহমদ সায়িদ

মওলানা গোবিন্দপুরি বয়ানে আরও বলেন, গোটা বিশ্বের  সমস্ত মানুষ জাতি এক আদম থেকে সৃষ্টি। অতএব সবাইকে এক আল্লাহর দাসত্ব করতে তিনি আহ্বান করেন। আর মদ, গাঁজা সহ যাবতীয় মাদকদ্রব্য থেকে মুসলিম সমাজকে দূরে থাকতেও সচেতন হতে আহ্বান করেন গোবিন্দপুরী। হিংসা-বিদ্বেষ, পরনিন্দা-পরচর্চা ও অপরের হক মারা থেকে বিরত থাকা সহ সত্য ও ন্যায়ের পথে চলার পাশাপাশি মানবতা ও মহানুবতাকে সামনে রেখে একে অপরের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশ তথা সমাজের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার কথা বলার পাশাপাশি মুসলমানদের মধ্যে থাকা বিভিন্ন সংগঠন গুলোকে একে অপরের পরিপূরক হয়ে, ঈমান ও ইসলামের খেদমত করতে সবাইকে আহ্বান করে দীর্ঘ বক্তব্য প্রদান করেন তিনি।

ইসলাম সর্বদা সমাজে ঐক্যের বার্তা দেয় : মওলানা আহমদ সায়িদ

এ ছাড়াও ওই দিনের বাঘন জামে মসজিদের বার্ষিক ওয়াজ মহফিলে বেশিরভাগ বক্তারাই ইমানকে মজবুত রেখে একলাসের সাথে ইসলামের  পাঁচস্তম্ভ  যথাযথ ভাবে পালন করা ও  মা-বাবার প্রতি সন্তানরা গভীর শ্রদ্ধার সঙ্গে চলাফেরা করা এবং সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার পাশাপাশি কোরান ও হাদিসের আলোকে জীবনকে রঙ্গিন করে সবাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় চলতে আহ্বান জানিয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মহফিলে বয়ান পেশ করেন মওলানা জাবির আহমদ (শিক্ষক বাঘন-শরীফনগর মাদ্রাসা),  মওলানা সোহেল আহমেদ নোমানি (শরিফ নগর -ফকিরটিলা) হাফিজ মওলানা হিলাল আরশাদ (গোবিন্দপুরী), মওলানা বদরুল ইসলাম লস্কর (বাঘাবাজার ), মওলানা রুহুল ইসলাম আল-নাদভি (হাইলাকান্দি ), মওলানা এমাদ উদ্দিন (সুপারেনটেনডেন্ট জাতুয়া মাদ্রাসা), মাহফিলের সভাপতি তথা ইমাম আব্দুস সামাদ সহ আরও অনেক।

এ দিনের বার্ষিক ওয়াজ মহফিল শুরু হয় সকাল ১০ টায় চলে রাত ১১ টা পর্যন্ত। মওলানা এমাদ উদ্দিনের বিশেষ দোয়ার পর মহফিলের সমাপ্তি হয়।

Author

Spread the News