আজ ভুবনমেলার উদ্বোধন, চলবে তিনদিন

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবনতীর্থে মেলা শুরু হচ্ছে। প্রতি বছরের ন্যায় ভুবন পাহাড়ে অনুষ্ঠিত হবে ভুবনতীর্থ মেলা। সোমবার থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা পৌঁছান পাহাড়ে। মঙ্গলবার থেকে শুরু ভুবনমেলা, চলবে তিনদিন।

আজ থেকে পূণ্যার্থীদের আগমন শুরু হয়ে গেছে। স্থানে স্থানে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পূণ্যার্থীদের সেবা দানের জন্য এগিয়ে এসেছে। এদিকে জেলা প্রশাসনে থেকে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীদের নিয়োগ করা হয়েছে, পাশাপাশি জন স্বাস্থ্য কারিগরী বিভাগের কর্মীরাও তৎপরতা দেখাচ্ছেন। তৎসংগে কাছাড়ের বন বিভাগের কর্মীরাও নড়েচড়ে বসছে। তারাও বন সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ভুবন পাহাড়ে টহল দিচ্ছে।

আজ ভুবনমেলার উদ্বোধন, চলবে তিনদিন
আজ ভুবনমেলার উদ্বোধন, চলবে তিনদিন

Author

Spread the News