‘ঝুমইর বিনন্দিনী’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, অভিভূত
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : অসম এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল। ‘ঝুমইর বিনন্দিনী’ বিশ্বমুখী যাত্রার সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ঝুমইর বিনন্দিনী’ উপভোগ করতে সারুসাজাইতে উপস্থিত হয়ে উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়েছিলেন। অসমিয়া ও বাগানিয়া ভাষায় তাঁর ভাষণ শুরু করে প্রধানমন্ত্রী মোদি বলেন, চায়ের গন্ধের পাশাপাশি সৌন্দর্যও রয়েছে। যে কেউ এটা অনুভব করতে পারে। তিনি বলেন” “পুরো স্টেডিয়ামটি পূর্ণ।” এখানে সর্বত্র কেবল ঝুমইর দেখা যায়।

চায়ের স্বাদ একজন চা বিক্রেতা ছাড়া আর কে জানে! আপনার মতো চা বাগানের সঙ্গেও আমার একই সম্পর্ক। এর আগে ২০২৩ সালে আমি অসমে এসেছিলাম। তারপর ১১ হাজার নৃত্যশিল্পী বিহু নৃত্য পরিবেশন করেন। প্রধানমন্ত্রী ‘ঝুমইর বিনন্দনী’র মতো বিশাল অনুষ্ঠানের আয়োজনের জন্য অসম সরকার এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

