জয় ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে সেবামূলক কর্মসূচি জয়ঠাকুর সেবা সমিতির

জয় ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে সেবামূলক কর্মসূচি জয়ঠাকুর সেবা সমিতির

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : জয় ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কর্মসূচি পালন করেছে জয়ঠাকুর সেবা  সমিতি। জয় ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, প্রত্যেক বছরের মতো এবারও জয় ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে সারা ফেব্রুয়ারি মাসে জয়ঠাকুর সেবা সমিতি বিভিন্ন সামাজিক কাজকর্ম পালন করেছে। বিভিন্ন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম এবং শিশুদের মধ্যে খাবার, শীতবস্ত্র ইত্যাদি বিতরণ করা হয়। রবিবার সমিতির এক প্রতিনিধি দল মালুগ্রাম ঘনিয়ালার জ্যোতিষালয় আশ্রমের প্রবীণ নাগরিকদের মধ্যে খাবার পরিবেশন করেছে। তিনি জানান, জয় ঠাকুর সেবা সমিতি সমাজের সকল শ্রেনীর মানুষকে নিয়ে সেবামূলক কাজ করে যাচ্ছে এবং সবাই সনাতন ধর্মে বিশ্বাসী। সনাতন ধর্ম পালনে কাজ করে যাচ্ছেন তাঁরা।

রাজু হালদার জানান, ২২ ফেব্রুয়ারি জয় ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে মহাবীরছড়ায় পুজো দিয়ে প্ৰদীপ প্রজ্জলন করে সকলের মঙ্গল কামনা করা হয়। সেই সঙ্গে প্রসাদ বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির পক্ষে অশোক রায়, সুকান্ত দে, কিশোর দত্ত, কিশোর পুরকায়স্থ, রাজেশ পাল, পাপাই কুন্ডু প্রমুখ।

জয় ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে সেবামূলক কর্মসূচি জয়ঠাকুর সেবা সমিতির
Spread the News
error: Content is protected !!