বিভিন্ন দাবি নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ ডি-এডিকশন সেন্টারর্স অ্যাসোসিয়েশন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : বরাক ভ্যালি ডি-এডিকশন সেন্টারর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা কয়েক দফা দাবি নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের দ্বারস্থ হন। শুক্রবার বরাক ভ্যালি ডি-এডিকশন সেন্টারর্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা তথা অগপ দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মনিতন সিংহ, উপদেষ্টা অসম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, আইনি উপদেষ্টা তাহির তালুকদার, সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, সম্পাদক দীপ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ গুড্ডু কুমার সিং, কার্যকরী সদস্য সজল দেব কয়েক দফা দাবি নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে হাতে একটি স্মারক তুলে দেন। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে উনাকে প্রথমে উত্তরীয় হাতে ফুলের তোড়া দিয়েও সম্মান জানান। এরপর তারা জেলায় গড়ে উঠা অসংখ্য ডি-এডিকশন সেন্টার গুলোর কথা তুলে ধরেন। সরকারি কোনো নির্দেশ বা নৈতিক মানদণ্ড না মেনে চিকিৎসারত নেশাসক্তদের শোষন করছে এবং যেকোনও নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের লাইসেন্স প্রদানের পূর্বে প্রশাসনিকভাবে কঠোর যাচাইকরন পরিচালনা করা ও বিদ্যমান নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র গুলিকে অডিট করা, সত্যতা নিশ্চিত করতে ক্লিনিক্যাল সার্টিফিকেট প্রদান নিয়ন্ত্রন করা ইত্যাদি দাবি রাখেন।

সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম পরিচালকের কাছ থেকে বিনামূল্যে ওষুধ প্রদান এবং নেশা শক্ত রোগীদের নিরক্ষন এবং উনাদের কর্মীদের সুরক্ষা করার জন্য সরকার নিযুক্ত চিকিৎসক এবং নার্সদের দ্বারা মাসিক চিকিৎসা তত্ত্বাবধান করার বিনম্র অনুরোধ জানান। শেষে জেলা আয়ুক্ত মৃদুল যাদব উনাদেরকে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিবেন বলে আশ্বাস দেন।

বিভিন্ন দাবি নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ ডি-এডিকশন সেন্টারর্স অ্যাসোসিয়েশন

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গারপার হ্যাপি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক দেবাশিস নাথ, দীপ নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক দিলু দাস, রাজদীপ দত্ত অন্যান্যরা।

Author

Spread the News