শ্রীভূমি শহরের বেবিল্যান্ড হাইস্কুলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা কার্যসূচি

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : অসমের রাজ্যপাল কর্তৃক শুরু করা রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা অভিযানের অধীনে বুধবার শ্রীভূমি শহরের বেবিল্যান্ড হাইস্কুলে এক সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমি জিলা সৈনিক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে ঘণ্টাব্যাপী এই সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা এবং প্রায় ২২০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।

সচেতনতা অভিযানে শৃঙ্খলা, দেশপ্রেম, দেশ রক্ষায় সৈনিকদের ভূমিকা, আত্মত্যাগ ও অন্যান্য গঠনমূলক বিষয় নিয়ে সচেতনতা চালানো হয়। এতে জিলা সৈনিক কল্যান আধিকারিক জানান যে এধরণের সচেতনতা কার্যসূচির মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম এবং আত্মবিশ্বাস ও একাগ্রতা বাড়বে।

শ্রীভূমি শহরের বেবিল্যান্ড হাইস্কুলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা কার্যসূচি

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা আলোচনায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং বক্তব্য পেশ করে তাদের মতামত তুলে ধরেন। এদিনের কার্যক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ এধরণের সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত করার জন্য জেলা সৈনিক কল্যাণ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।

শ্রীভূমি শহরের বেবিল্যান্ড হাইস্কুলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা কার্যসূচি
শ্রীভূমি শহরের বেবিল্যান্ড হাইস্কুলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা ও সজাগতা কার্যসূচি

Author

Spread the News