পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে জিতল মাসিমপুর মা ব্রিকস ও এনপি স্পোর্টিং

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোয়িয়েশনের  ব্যবস্থাপনায় পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি এস১৬ ক্রিকেট প্রতিযোগিতার সোমবারে ম্যাচে মাসিমপুর মা ব্রিকস ২৮ রানে হারিয়েছে লক্ষীপুর ওয়ারিয়র্সকে। টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লক্ষীপুর ওয়ারিয়র্স। প্রথম ব্যাট করতে নেমে মাসিমপুর মা ব্রিকস নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের হয়ে আকাশ দে সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়াও ভাল রান পান সুরজ আহমেদ  ২৭, দেবজিৎ ২৬, ইফতিকার আলম ২০, মাহবুব আলম ১৯, রান করেন। লক্ষীপুর ওয়ারিয়র্স দলের হয়ে রুহিত দাস ২, পাপ্পু গোয়ালা ২, রমা গোয়ালা, তাজ হোসেন, দিপ সিংহ  ১ টি উইকেট পান।

১৬৫ রানের লক্ষ্য মাথা নিয়ে ব্যাট করতে নেম লক্ষীপুর ওয়ারিয়র্স ১২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। লক্ষীপুর ওয়ারিয়র্স দলের হয়ে সুশান্ত গোয়ালা সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়াও আকাশ দাস  ২৮, রুহিত দাস ২৪ রান করেন। মাসিমপুর মা ব্রিকস দলের হয়ে সুমিত্র বৈষ্ণব ৪, মেহবুব আলম  ৩, নাসিম খান ১, দেবজিৎ ১টি উইকেট পান।

পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে জিতল মাসিমপুর মা ব্রিকস ও এনপি স্পোর্টিং

এ দিকে, দিনের অপর ম্যাচে এনপি স্পোর্টিং ধলাই ৯৯ রানে হারায় ইম্পেক্ট ইগনিটরর্সকে। এনপি স্পোর্টিং ধলাই টস জিতে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহন করে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। রাহুল কর পুরকায়স্থ  সর্বোচ্চ ৩৭ রান করেন। নিউটন কুমার ২৮ রান ও সুমিত দাস ২৩   রান করেন। ইম্পেক্ট ইগনিটরর্স   জাহির আহমেদ ৪ উইকেট, প্রতাপ কর্মকার ২ উইকেট পান। ১৬৪ রানের জবাবী ব্যাটিঙে নেমে ইম্পেক্ট ইগনিটরর্স ১০.১ ওভারে সবকটি  উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে। প্রসন্ন সিনহা ১২ রান করেন আর কোনও ব্যাটসমেন দুই সংখ্যার রান করতে পারেনি। অতিরিক্তের খাতা থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। এনপি স্পোর্টিং ধলাইর ধুবি ২, সুমিত দাস ২, দীপঙ্কর, রূপন দাস, ফকরুল আলম ১টি করে উইকেট পান।

পার্থপ্রতিম নাথ স্মৃতি ক্রিকেটে জিতল মাসিমপুর মা ব্রিকস ও এনপি স্পোর্টিং

মঙ্গলবার সকালে খেলবে ইলেভেন স্টার নাগা টিলা ও সোনাই এভেনঞ্জার। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সোনাই সুপার কিংস ও নিউ স্টার ক্লাব বদরপুর।

Author

Spread the News