বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ‍্যাম্পিয়ন করিমগঞ্জ কলেজ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রিকেটে চ‍্যাম্পিয়নের খেতাব জিতলো করিমগঞ্জ কলেজ। রবিবার ফাইনালে তারা হারালো শিলচরের গুরুচরণ (জিসি) কলেজকে। ৬ উইকেটের ব্যবধানে। আসাম বিশ্ববিদ্যালয় নিজস্ব মাঠে টস জিতে  ব‍্যাটিং নেয় গুরুচরণ কলেজ। নির্ধারিত ২০ ওভারে  তারা ৮ উইকেট খুইয়ে তোলে ১৮৮ রান।

জবাবে ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে নেয় করিমগঞ্জ কলেজ। তাদের মন্থন দে ম‍্যাচে একাই পার্থক্য গড়ে দেন। গোটা টুর্নামেন্টে ভাল প্রদর্শন করেন এই ব‍্যাটার। ফাইনালেও ভালো প্রদর্শন অ‍ব‍্যাহত রেখে দুরন্ত ক্রিকেট উপহার দেন। ৪৭ বলে ১১১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। হাঁকান ৮টি বাউন্ডারি সহ ১১টি ছক্কা। অর্ধশতরান করেন অজয় দাস। ৩৩ বলে ৫১ রান করেন তিনি। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মারেন তিনি। ১১ রানে অপরাজিত থাকেন মনোদীপ দত্ত। গুরুচরণ কলেজের বিবেক সিনহা, তরুণ সিং ও সৌরভ দত্ত একটি করে উইকেট নেন। ভাল ব‍্যাটিং করেন গুরুচরণ কলেজের অভয় দেব ও বিপ্রজিৎ দাস। উভয়ে অর্ধশতরানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মেরে ৪৬ বলে ৫৪ রান করেন অভয়। ৩৪ বলে ৫০ রান করেন বিপ্রজিৎ। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মারেন তিনি। ১৯ রান করেন তরুণ। করিমগঞ্জ কলেজের অজয় ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন। ২৭ রানে দুটি পান জ্ঞান দাস। একটি করে পেয়েছেন রাজেশ বিশ্বাস ও সানি পাল।

ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার পান মন্থন। এছাড়াও আরও দুটি পুরস্কার যায় তাঁর দখলে। ম‍্যান অব দ‍্য টুর্নামেন্ট সহ আসরের সেরা ব‍্যাটার হন দুটি শতরান করা মন্থন। সেরা বোলারের পুরস্কার গিয়েছে সানি পালের দখলে।

বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ‍্যাম্পিয়ন করিমগঞ্জ কলেজ
রানার্স দল।

এদিন প্রতিযোগিতার আম্পায়ার সুনীত ছেত্রি, বিপ্লব শর্মা মজুমদার ও ফাইনালের স্কোরার জয়দীপ রায়কে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ, স্পোর্টস ডিরেক্টর এম গঙ্গাভূষণ, অধ‍্যাপক শিবাশিস বিশ্বাস, এম তিনেশ্বরী দেবি, সুদীপ্ত রায়, তপোধীর আচার্য ও কে আনন্দ কুমার সিং।

বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ‍্যাম্পিয়ন করিমগঞ্জ কলেজ
বিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ‍্যাম্পিয়ন করিমগঞ্জ কলেজ

Author

Spread the News