নিলামবাজারে লরি-বাইকের সংঘর্ষে মৃত্যু কিশোরের, আশঙ্কাজনক ১
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : নিলামবাজারে লরি ও বাইকের সংঘর্ষে প্রাণ হারাল এক কিশোর। রবিবার রাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় নিলামবাজার বেড়াজালে অসম-ত্রিপুরা জাতীয় সড়কে। রাত সাতটা নাগাদ লরি ও বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে বাইকে থাকা কাউসার হুসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু ঘটে। এবং বাইক আরোহী আবু বক্কর (১৫) নামে আরেক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় শিলচর মেডিক্যালে।
জানা গেছে, করিমগঞ্জ থেকে নিলামবাজার দিকে বাইক নিয়ে আসার সময় বেড়াজাল মসজিদ সংলগ্ন জাতীয় সড়কে লরির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারালেন কাউসার আহমেদ। খবর পেয়ে নিলাম বাজার পুলিশ পৌঁছে কাউসারকে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং আহত অবস্থায় আবু বক্করকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়।

মৃত কিশোর রানিবাড়ি গ্রামের আলমাস হুসেনের ছেলে। কান্দিগ্রামের আব্দুল মানিকের ছেলে আহত আবু বক্কর বলে জানা যায়।

