শ্রীভূমিতে জিম উদ্বোধন সাংসদ মিশনরঞ্জনের

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : রাজ্যসভার সদস্য মিশনরঞ্জন দাস শনিবার শ্রীভূমি শহরে শরীরচর্চার বিভিন্ন যন্ত্রপাতি বসানো একটি জিম উদ্বোধন করলেন। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ২০ লক্ষ টাকার অর্থায়নে এই জিমের যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। শ্রীভূমি শহরের জেলাকমিশনার বাসভবনের পাশের একটি সরকারি ভবন কক্ষে শরীরচর্চার অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়ে এই জিম স্থাপন করা হয়েছে। শনিবার শ্রীভূমির জেলাকমিশনার প্রদীপকুমার দ্বিবেদী, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিক ও অন্যান্যদের উপস্থিতিতে সাংসদ ফিতা কেটে এই জিমের সূচনা করেন।

সাংসদ জানান, রাজ্যসভার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে স্থাপিত এই জিমে শরীর চর্চার মাধ্যমে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন। তিনি জেলা প্রশাসনের প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে এই কেন্দ্র স্থাপন করা সম্ভব হওয়ায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট পূর্ত ভবন বিভাগের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

শ্রীভূমিতে জিম উদ্বোধন সাংসদ মিশনরঞ্জনের

এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তিন সহকারী কমিশনার রূপক মজুমদার, রংবামন টেরন ও আলমগির লস্কর, পূর্ত ভবন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাই এই কেন্দ্রে শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ ও সবল রাখতে সামর্থ হবেন বলে সাংসদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

শ্রীভূমিতে জিম উদ্বোধন সাংসদ মিশনরঞ্জনের
শ্রীভূমিতে জিম উদ্বোধন সাংসদ মিশনরঞ্জনের

Author

Spread the News