পূর্ব কানিশাইলের অর্থ ও শ্রমে রাস্তা সংস্কারে এলাকাবাসী
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শ্রীভূমির পূর্ব কানিশাইল গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে পুনর্সংস্কার কাজ শুরু করেন এলাকাবাসী। সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত। জনপ্রতিনিধিদের কাছে বারবার জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি। সামান্য বৃষ্টিতেই হাঁটুজল, কাদা-পানিতে ডুবে যায় পথঘাট। প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন বৃদ্ধ, তরুণ, শিক্ষার্থী সহ শত শত মানুষ।
স্থানীয়দের অভিযোগ, শ্রীভূমি জেলা সদরের সীমানায় থাকা একমাত্র সংযোগ সড়ক পিএইচসি টু ৬২২ নং বানুয়া চাঁন্দপুর এলপি স্কুল রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে ধুকছে। বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। রাস্তার বেহাল দশা নিয়ে বারবার জনপ্রতিনিধিদের কাছে দাবি জানালেও মেলে কেবল আশ্বাস। বাস্তবে কিছুই হয়নি। ফলে বাধ্য হয়েই গ্রামের মানুষ নিজেরাই রাস্তা সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজে নেমেছেন। তাদের এই উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এলাকায়। নিজস্ব অর্থায়নে গঠিত এই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে রয়েছেন ফরিদ উদ্দিন, আবু মোঃ আমিন আনজর, মুহি উদ্দিন, ফখর উদ্দিন, মুজিব উদ্দিন, সায়নুল ইসলাম, বুরহান উদ্দিন, আব্দুল মুকিত, ইকবাল খান, মাহমুদুল হাসান ও ওয়াহিদ আহমদ সহ অনেকেই।

