কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলাও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল  মাধ্যমিক পরীক্ষা। শনিবার জেলার শিলচরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিলচর শহরের বিভিন্ন  পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সকাল থেকে শিলচরের নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাইস্কুল সহ শিলচর শহরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে  কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন লাউড স্পিকার বাজানো যাবে না এবং পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোন (সুইচ অফ অবস্থাতেও), স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক পেন, স্ক্যানার ও ইয়ারফোনসহ যে কোনও প্রযুক্তিগত সামগ্রী সঙ্গে রাখা যাবে না। পাশাপাশি প্রোগ্রামেবল ক্যালকুলেটর,পেন ড্রাইভ, মুদ্রিত বা হাতে লেখা নোট সহ যেকোনো ধরনের বই-পুস্তক পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা

এ দিকে, কাছাড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৫,৯৭২, এরমধ্যে ছাত্র ১১,৪৪৮ ও ছাত্রী-১৪,৫২৪। পরীক্ষা গ্রহণ করা হবে ৪৪ টি কেন্দ্রে। গত বছর এই সংখ্যাটা ছিল ৪১। জানা যায়, এবার নতুন করে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে শিলচরের মালুগ্রাম গার্লস হাইস্কুল, বাগপুর হাইস্কুল ও দিগরখাল হাইস্কুলে।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা

Author

Spread the News