ধলাইয়ে অসহায় রোগীদের মধ্যে চেক বণ্টন পরিমল-নীহারের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ধলাই কেন্দ্রের বড়জালেঙ্গা, নরসিংহপুর এবং পালংঘাট উন্নয়ন খণ্ডের আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন ধলাই বিধায়ক নীহাররঞ্জন দাস। শুক্রবার ধলাই শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে বড়াজলেঙ্গা, নরসিংহপুর ও পালংঘাট মণ্ডলের মোট ১২১ জন দুস্ত রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। চেক গুলি মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নীহার রঞ্জন দাসের ঐকান্তিক প্রচেষ্টার ফলে মঞ্জুর করা হয়েছে।

এদিনের চেক বণ্টন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সদস্য ভুষন পাল, নরসিংহপুর মণ্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরি, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস, প্রাক্তন নরসিংহপুর মণ্ডল বিজেপির সভাপতি বিধানচন্দ্র পাল, মাতৃভুমি সামজিক সংস্থার সভাপতি সিতাংশু দাস, কাছাড় জেলা বিজেপির ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ প্রমুখ।

ধলাইয়ে অসহায় রোগীদের মধ্যে চেক বণ্টন পরিমল-নীহারের
ধলাইয়ে অসহায় রোগীদের মধ্যে চেক বণ্টন পরিমল-নীহারের

Author

Spread the News