রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান, ইতিহাসে প্রথম
১৩ ফেব্রুয়ারি : ইতিহাসে প্রথমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্যোগে চার হাত এক হল দুই সরকারি আধিকারিকের। রাষ্ট্রপতি ভবনের মাদার টেরিজা ক্রাউন কমপ্লেক্সে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতে বিয়ে হয়ে গেল ডেপুটি কমান্ড্যান্ট পুনম গুপ্তা ও জম্মু ও কাশ্মীরে কর্মরত সিআরপিএফ-এর সহকারী কমান্ড্যান্ট অবনীশ কুমারের মধ্যে পুনম মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার। তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক (পিএসও) পদে কর্মরত। পাত্রও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। তাঁর নাম অবনীশ কুমার। অবনীশ জম্মু ও কাশ্মীরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কাজ করছেন।
ডেপুটি কমান্ড্যান্ট পুনম গুপ্তা গণিতে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করার পর ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন। ইংরেজিতে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি লাভের পর বিএড-ও করেছিলেন। প্রথমে ইচ্ছা ছিল শিক্ষকতা করার। পরে সিদ্ধান্ত বদলে সেনাবাহিনীতে যোগ দেন।
মধ্যপ্রদেশের মেয়ে পুনম ২০১৮ সালে ইউপিএসসি সিএপিএফে ৮১তম স্থান অধিকার করেছিলেন। তার পর সিআরপিফের অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। ২০২৪ সালে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সিআরপিএফের সম্পূর্ণ মহিলা দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
সূত্রের খবর থেকে জানা গিয়েছে, পিএসও হিসাবে পুনমের কাজের উৎকর্ষতা, পেশাদারিত্ব, আচার-ব্যবহার এবং নিষ্ঠা রাষ্ট্রপতি মুর্মুকে মুগ্ধ করেছে। পুনম বিয়ে করছেন শুনে তিনিই নাকি রাষ্ট্রপতি ভবনে বিয়ের আয়োজন করতে বলেছিলেন।

