দাঙ্গা বিধ্বস্তদের পাশে দাঁড়ালো ধর্মনগর জেলা নদওয়া

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : উত্তর ত্রিপুরার কদমতলা বাজারে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করতে এগিয়ে এলো ধর্মীয় ও সামাজিক সংগঠন উত্তরপূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির। সোমবার কদমতলা বাজার মসজিদে এক আনুষ্ঠানিক সভায় ধর্মনগর জেলা নদওয়ার পক্ষ থেকে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মধ্যে তৃতীয় কিস্তিতে এক লক্ষ এগারো হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা নদওয়ার সভাপতি মওলানা আবু সালেহ মুহাম্মদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক মওলানা এটিএম জালাল আহমদ, সম্পাদক মওলানা নূর হুছাইন চৌধুরী ও মওলানা সিরাজ উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কালাম, রাজ্য নদওয়ার সদস্য মওলানা এখলাছ উদ্দিন, জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা হবিবুল্লাহ প্রমুখ।ধর্মনগর জেলা নদওয়ার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন নদওয়ার কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মওলানা নয়ীম উদ্দিন চৌধুরী, শ্রীভূমি জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মওলানা এটিএম জাকারিয়া কাসিমি এবং জেলা যুব নদওয়ার সম্পাদক মুফতি রশিদ আহমদ কাসিমি। এই সহায়তা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

দাঙ্গা বিধ্বস্তদের পাশে দাঁড়ালো ধর্মনগর জেলা নদওয়া
দাঙ্গা বিধ্বস্তদের পাশে দাঁড়ালো ধর্মনগর জেলা নদওয়া

Author

Spread the News