সোনাইয়ে শুরু হচ্ছে এস ১৬ প্রাইজমানি ক্রিকেট

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) এর ব্যাবস্থাপনা সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলা মাঠে এবার শুরু হচ্ছে পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি। মা কালি এন্টারপ্রাইজ ও পিসি কনস্টাকশনের প্রণব নাথ (পুজন) এর সৌজন্যে পার্থপ্রতিম নাথ স্মৃতি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। টুর্নামেন্টে লাল ডিউস বলে খেলা হবে।

চ্যাম্পিয়ান দলকে দেওয়া হবে নগদ পঁচিশ হাজার টাকা সহ ট্রফি। রানার্স দলকে দেওয়া হবে পনেরো হাজার টাকা ও ট্রফি। টুর্নামেন্টে যেকোনও দল অংশ গ্রহন করতে পারবে। এতে অংশ গ্রহণ করতে ইচ্ছুক দলগুলিকে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রামকৃষ্ণ নাথ, (৯৪০১০৯৭২১৫), সাহার বড়ভূইয়া (৯১০১৬৬১৭২৫), হিরামণি চৌধুরী (৭০০২১৩৮০৫৭), মান্না লস্কর (৭০০২২৬০৬৭৫) ও আজাদ হোসেন লস্কর (৭০০২৬১১৫৫১) এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সোনাইয়ে শুরু হচ্ছে এস ১৬ প্রাইজমানি ক্রিকেট
সোনাইয়ে শুরু হচ্ছে এস ১৬ প্রাইজমানি ক্রিকেট

Author

Spread the News