প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবতীর
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : পালিয়ে সংসার আর করা হল না যুবতীর। প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে বাইক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু ঘটল। এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় শিলাপাথরে রবিবার। মৃত যুবতী হলেন জনমণি মেদক।
জানা যায়, শচীন দলের সঙ্গে জনমণির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ দুর্ঘটনায় প্রেমিক শচীন গুরুতর আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
ছবি সৌজন্যে ND24

