বটতলা হাওড়া মার্কেট থেকে নেশা সামগ্রী সহ তিন আটক
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : আগরতলার বটতলা হাওড়া মার্কেট থেকে নেশা সামগ্রী সহ তিন পাচারকারীকে আটক করল পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বটতলা ফাঁড়ি থানার পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ১৪ গ্রাম ব্রাউন সুগার এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে।
পশ্চিম থানার ওসি পরিতোষ দাস রবিবার জানান, ধৃতরা হল গান্ধীগ্রামের সুমন ঘোষ, হাঁপানিয়া এলাকার সহদেব দেবনাথ এবং নাগেরজলা মডার্ন ক্লাব সংলগ্ন এলাকার অংকিত দেব। উদ্ধারকৃত মাদকের কালোবাজারি মূল্য আনুমানিক ৫০ হাজার টাকার বেশি।

