আপদ বিদায় করেছে দিল্লিবাসী : প্রধানমন্ত্রী

৯ ফেব্রুয়ারি : পদ্ম ফুটেছে দিল্লিতে। গেরুয়া শিবিরে খুশির আমেজ। বিজেপি নেতৃত্বের চোখে-মুখে সুখের জোয়ার। বিজয় উদয়াপনের জন্য শনিবার সন্ধ্যায় বিজেপির সদর দফতরে হাজির হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তখন শুধুই কালো মাথার ভিড়। হাজিরবহু কর্মকর্তা থেকে তাবড় তাবড় বিজেপি নেতৃত্ব। মঞ্চে উঠেই নিজস্ব ভঙ্গিতে উৎসাহী জনতার উদ্দেশে হাত নাড়লেন প্রধানমন্ত্রী। তারপর যমুনা-কে প্রণাম করে নিজের ভাষণ শুরু করেন মোদি। প্রধানমন্ত্রীর সাফ কথা, “আপদ বিদায় করেছে দিল্লিবাসী”। একইসঙ্গে তাঁর প্রতিশ্রুতি, “বিকশিত ভারতের বিকশিত রাজধানী করব দিল্লিতে। নতুন প্রজন্ম উন্নত বিজেপি দেখবে।”

আড়াই দশক পর দিল্লিতে বিজেপির জয়-কে ‘ঐতিহাসিক জয়’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি ধন্যবাদ দেন দিল্লি বিজেপির নেতা-কর্মীদেরও। বিজেপির সংকল্পের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দিল্লির মানুষের কাছে আমার গ্যারান্টি – সবকা সাথ, সবকা বিকাশ এবং পুরি দিল্লি কা বিকাশ।”

শনিবার বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে মোদি বলেন, “দিল্লির জনগন বিজেপির ওপর বিশ্বাস রেখেছেন। যা আমাদের কাছে ঋণের সমান। এবার রাজ্যের ডবল ইঞ্জিন সরকার জনতা-জনার্দনকে উন্নয়ন, বিকাশের মাধ্যমে সেই ঋণ ফিরিয়ে দেবে। আজকের জয় সামান্য জয় নয় ঐতিহাসিক। আজকের জয় আপদ-কে বের করে দিয়েছে। আপদের থেকে দিল্লি মুক্তি পেল, যা জনাদেশে স্পষ্ট।”

এ দিনের ভাষণে পদ্ম শিবিরের ‘পোস্টার বয়’য়ের মুখে শোনা যা নারী বন্দনার কথা। আপ-কে ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করে মোদি বলেন, “এই ফলাফল প্রমাণ করেছে যে দিল্লির মানুষ রাজনীতিতে দুর্নীতি এবং মিথ্যাচার সহ্য করবে না। দিল্লির মানুষ শাসন চায়, নাটক নয়।”  আপের দিন শেষের পথে,  কার্যত হুঁশিয়ারির সুরে মোদির দাবি, “দিল্লির বিধানসভায় এলেই আপের সব দুর্নীতি ফাঁস করব। খুব শীঘ্রই ক্যাগ রিপোর্টও পেশ করা হবে।”

প্রধানমন্ত্রীর মুখে এ দিন শোনা গিয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং হরিয়ানার কথা। বলেন, “সম্প্রতি, মহারাষ্ট্র এবং হরিয়ানা যুক্তিসঙ্গত কারণেই এই দলকে (বিজেপি) বেছে নিয়েছে। প্রতিবেশী উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি একসময় সমস্যা তৈরি করেছিল, কিন্তু আমরা তা সমাধানের জন্য কাজ করেছি। মহারাষ্ট্রে কৃষকরা খরার কবলে পড়েছিল, তাই আমরা তাদের সাহায্য করার জন্য জল যুক্ত শিবির তৈরি করেছি। বিহার একটি দরিদ্র রাজ্যে ছিল এবং এনডিএ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছিল। একইভাবে অন্ধ্রপ্রদেশে, চন্দ্রবাবু নাইডু তাঁর কৃতীত্বে ক্ষমতায় ফিরেছেন। এনডিএ মানে উন্নয়ন, সুশাসনের গ্যারান্টি। এটি কেবল দরিদ্রদের নয়, মধ্যবিত্তদেরও উপকার করে। মধ্যবিত্তরা বিজেপিকে সমর্থন করেছে। বিভিন্ন পেশার মানুষ বিজেপির সঙ্গে কাজ করছে এবং এই কারণে, আমরা সর্বদা মধ্যবিত্তদের অগ্রাধিকার দিয়েছি।” 
খবর : আজকাল ডট ইন।

আপদ বিদায় করেছে দিল্লিবাসী : প্রধানমন্ত্রী
আপদ বিদায় করেছে দিল্লিবাসী : প্রধানমন্ত্রী

Author

Spread the News