রাতাবাড়িতে ইয়াবা ট্যাবলেট সহ আটক এক
বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : মাদক বিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করে চলছে পুলিশ। শনিবার রাতাবাড়ি থানার পুলিশ অফিসার ইনচার্জ বিকে ছেত্রীর পাওয়া গোপন সূত্রের ভিত্তিতে ছাগীখাউরি পাহাড় এলাকায় সাদা পোশাক পরিধান করে ওৎপেতে বসে থাকে। দুপুরে আশেপাশে মাদক নিয়ে ছাগীখাউরি পাহাড় পথ পাড়ি দেওয়ার সময় কটারগুল গ্ৰামের এনাম উদ্দিনকে চার হাজার ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক করা চার হাজার ইয়াবা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে অনুমান পুলিশের।

