গণনায় সাপলুডু ফলাফলে অরবিন্দ

৮ ফেব্রুয়ারি : গণনায় সাপলুডু ফলাফলে অরবিন্দ কেজরিওয়াল। কখনও পিছিয়ে পড়ছেন, আবার কখনও এগিয়ে যাচ্ছেন। এভাবেই সকাল থেকে তাঁর গণনা চলছে। এবার ৩০০ ভোটে পিছিয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। নয়াদিল্লি আসন থেকে লড়ছেন তিনি। দিল্লির ভোটগণনার দ্বিতীয় রাউন্ডে সামান্য এগিয়ে গিয়েছিলেন কেজরিওয়াল। বিজেপির প্রবেশ সিং কিছুটা পিছিয়ে পড়েন। আবারও এগিয়েছেন তিনি। কালকাজি আসন থেকে পিছিয়ে গিয়েছেন আতিশীও।

ফলাফলের ট্রেন্ড বলছে বিজেপি সরকার গঠন করছে। নির্বাচন কমিশনের ট্রেন্ডেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। EC-র সাম্প্রতিক ট্রেন্ড বলছে, বিজেপি ৪০টি আসনে এগিয়ে রয়েছে। আপ ৩০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এখনও পর্যন্ত শূন্য। পিছিয়ে রয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা।

গণনায় সাপলুডু ফলাফলে অরবিন্দ
গণনায় সাপলুডু ফলাফলে অরবিন্দ

Author

Spread the News